অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁ শহরের ব্যস্থতম এলাকা তুলা পট্রিতে তুলার গোডাউনে আগুন। আজ (১৬ নভেম্বর) মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
নওগাঁ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিউল ইসলাম জানান, তুলা পট্রি এলাকায় মেসার্স খাঁন বোডিং নামক দোকানের তুলার গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
মেসার্স খাঁন বোডিং স্বত্বাধিকারী মুনির হোসেন দোকানের কাজে বাহিরে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
© All rights reserved © 2021 Chapai Sangbad