নিজস্ব প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ফকির পাড়া যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২২ নভেম্বর বিকেলে শেখ রাসেল স্মৃতি মিনি টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘কবুতর’ উড়িয়ে খেলাটি উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ পৌরসভার মেয়র এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, জেলা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. মোঃ সাইফ জামান আনন্দ, জেলা আওয়ামী লীগ সদস্য শহীদুল হোদা অলক, সদর উপজেলা আওয়ামী লীগ সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল জলিল মাসুদ প্রমুখ।
© All rights reserved © 2021 Chapai Sangbad