মোঃ ফারুক হোসেন-চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 🔳 চাঁপাইনবাবগঞ্জে দেশখ্যাত আকিজ সিরামিকের সকল পন্যের সমাহার নিয়ে চাঁপাইনবাবগঞ্জ মেসার্স আসিফ এন্টার প্রাইজের শো-রুম উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার সকালে জেলা শহরের শান্তিমোড় এলাকার সেবা ও দিবানিশি ক্লিনিকের মাঝে এটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আকিজ সিরামিক লিমিটেডের আরএসএম মো. নেওয়াজ ইকবাল শুভ, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম, ডিবিএল মহারাজপুর শাখার ব্যাংক ম্যানেজার মো. রফিকুল ইসলাম ও আসিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃআলতাব হোসেন সহ অন্যান্যরা।
এখন থেকে হার্ডওয়্যার, স্যানিটারি, টাইলস, ডোর, পাইপ, পেইন্টেস ও ইলেকট্রিক সকল সামগ্রী পাইকারী ও খুচরা মূল্যে পাওয়া যাবে মেসার্স আসিফ এন্টার প্রাইজের এই শো-রুমে।
© All rights reserved © 2021 Chapai Sangbad