কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ 🔳 চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র এবং কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট গত ৩০ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়।
১২ ডিসেম্বর রোববার বিকেল ৩ টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
মেয়র মোখলেসুর রহমান কে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন মাসিদুল হক নিখিল
এ সময় মেয়র ও কাউন্সিলরদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, নাগরিকদের আশাপূরণ করা আপনাদের দায়িত্ব। আপনাদেরকে জনগণের পাশে থাকতে হবে।জেলায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলার প্রতি আপনাদের আনুগত্য থাকতে হবে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন গ্রামীণ ট্রাভেস এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোখলেসুর রহমান।
এ ছাড়াও ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল দ্বিতীয় বারের মত শপথ গ্রহণ করেন। এদিন ২০ জন নারী ও পুরুষ কাউন্সিলর শপথ নেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার রাজশাহী বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, স্থানীয় সরকারের যুগ্ন পরিচালক মো. জিয়াউল হক, জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান প্রমুখ।
© All rights reserved © 2021 Chapai Sangbad