আতিকুল্লাহ আরিফ, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিশ্বরোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অপারেশন দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “খ” সার্কেলের একটি চৌকস টিম বুধবার রাতে জেলার প্রবেশ পথ বিশ্বরোড মোড়ে অস্থায়ী তল্লাশী চৌকি থেকে ৮ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা ঢাকা থেকে আগত হানিফ পরিবহনের যাত্রী ছিল। গাড়ি নং-ঢাকা মেট্রো-ব-১৫-৮২৯৭।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ইন্সপেক্টর সাইফুর রহমান রানার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি সফল ভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী এলাকার ইমরান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮) একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বাবু(২৮), একই এলাকার আব্দুল লতিফের ছেলে মোকলেছ আলী বাবু(৩৭)।
এ ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান রানার নেতৃত্বে উপ-পরিদর্শক খোন্দকার সুজাত আলী, এএসআই আব্দুল ওয়ারেস, এএসআই মাসুদ মিয়া, হাবিবা খাতুন, সরোয়ার, জাহিদ, বাশার, জাহিদুরসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন-সদ্য পদন্নোতি প্রাপ্ত উপ-পরিচালক আনিছুর রহমান খান।
© All rights reserved © 2021 Chapai Sangbad