সামিরুল ইসলাম, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন রহনপুর পৌরসভা ফুটবল দল। আজ মঙ্গলবার রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় রহনপুর পৌরসভা ফুটবল দল ট্রাইব্রেকারে ৬-৫ গোলে রহনপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করেন। খেলায় ম্যান অব দ্য মাচ রহনপুর পৌরসভা ফুটবল দলের গোলরক্ষক মোস্তাফিজুর রহমান সাগর ও একই দলের টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকওয়াত হোসেন সাকা। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,টুর্ণামেন্টের আহবায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, রহন তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসগর আলী ও উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক জাকির বিশ্বাসসহ অন্যরা।
উল্লেখ্য, টুর্নামেন্টে উপজেলার ৮ ইউনিয়ন ও রহনপুর পৌরসভার মোট ৯টি দল টুুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad