আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন কার্যক্রম নিয়ে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাকিব, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরাইরা বাবু, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিশেষ নির্বাচনী সভায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ।