কপোত নবী, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
প্রতি বছরের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে রোজ মেডিকেল সেন্টারের আয়োজনে গরীব, দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন ১০০ কম্বল বিতরণ করা হয়।
২৪ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সামরোজ পারভীন (রিংকু)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. আখতারুল আলম (পলেন), ডা. মো. ইব্রাহিম আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রোজ মেডিকেল সেন্টারের
ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার জাহান, আরিফ হোসেন ও মো. ইসমাইল আল হাসান।
এ দিন জেলাব্যাপী শীত বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে ক্রমান্বয়ে জেলার বিভিন্ন জায়গায় এই শীত বস্ত্র বিতরণ করা হবে বলে জানান রোজ মেডিকেল সেন্টারের পরিচালক।
মানুষ মানুষের জন্য। আয়োজকবৃন্দ প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী শীতার্তদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ারও আহবান জানানো হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad