চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
পরিবারে আহাজারি, আশঙ্কা বেড়ে চলেছে। নিহত যুবককে কখন দাফন কাফন করে শেষ বিদায় দেয়া হবে তাতেও নেই কোন নিশ্চয়তা। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহীম (২৪) এর লাশ ৩ দিন পার হলেও এখনও ফেরত দেয়নি বিএসএফ।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢুলিপাড়া এলাকার মেম্বার মুনিরুল ইসলাম। তিনি জানান, আমি আমার পক্ষ থেকে প্রতিনিয়িত বিজিবির কাছে খোঁজ খবর নিচ্ছি, বিএসএফ কখন পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে এ বিষয়ে তারা কিছুই বলতে পারছেনা।
এদিকে নিহত ইব্রাহীমের লাশ পরিবারের কাছে না আশায় তার পরিবার চিন্তায় আছেন। এ বিষয়ে তার চাচা শরিফুল ইসলাম জানান, বাড়ির কাউকে না জানিয়ে সীমান্তের দিকে যায় ইব্রাহীম। বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন চিন্তিত ছিলেন। পরে বিজিবির কাছে খবর আসে, বিএসএফের গুলিতে মারা গেছে ইব্রাহীম।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল আমির হোসেন মোল্লা পিএসসি জানান, বিএসফের গুলিতে মারা গেছে ইব্রাহীম। এ বিষয়ে আমাদের কে চিঠির মাধ্যমে নিশ্চিত করেছেন বিএসএফ। ঘটনার দিন দুপুরে লাশ দেয়ার কথা থাকলেও, এখনও লাশ ফেরত দেয়নি।
লাশ দিতে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারতের হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ফলে লাশটি পরিবারের নিকট দিতে দেরি হচ্ছে।
উল্লেখ্য, চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ সিমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহীম (২৪) নামের এক বাংলাদেশি নিহত হয় ২১ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর সীমান্তের বাগিচাপাড়ায় তাকে গুলি করে বিএসএফ। ভারতের মালদাহর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ইব্রাহীম। ইব্রাহীম ঢুলিপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
© All rights reserved © 2021 Chapai Sangbad