ইন্সপেক্টর রানা
চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় বিগত ২০২১ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর ১২ মাসে ৭১২ টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. আনিছুর রহমান খান ও ”খ” সার্কেলের পরিদর্শক মো: সাইফুর রহমান রানার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। গত ১ বছরে শতাধিক এসব মাদক বিরোধী অভিযানে ২৯৬ টি মামলা হয়েছে।
এসব মামলায় ৩১০ জন মাদকসেবী, মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিকে আসামি করা হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক মো. আনিছুর রহমান খান জানান, নানা সীমাবদ্ধতার মধ্যেও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে মাদকবিরোধী এসব অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ করা হয়। মাদকবিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের ”খ” সার্কেলের পরিদর্শক মো. সাইফুর রহমান রানা জানান, ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৪০ বোতল ফেন্সিডিল, ১৫৯ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ১৮৫ গ্রাম গাঁজা।
গাঁজার গাছ ৪ টি, চোলাই মদ ৩৩৮ লিটার, তাঁড়ি ১২ লিটার, এ্যাম্পুল ইনজেকশন ১৪ টি, পঁচুই (চয়ানি) ১০ লিটার, সিরিঞ্জ ১৮ টি, মোটরসাইকেল ১১ টি ও নগদ অর্থ ৬০ হাজার টাকা উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানকারী দল।
মাদকমুক্ত সমাজ গড়তে নতুন বছরেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক বিক্রেতা ও মাদকসেবিদের দমাতে অভিভাবকসহ এলাকাবাসীকেও এগিয়ে আসার আহবান জানান পরিদর্শক মো. সাইফুর রহমান রানা।
© All rights reserved © 2021 Chapai Sangbad