চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুখুরিয়া মহিলা কলেজের ১৭৪ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। শতভাগ পাশের ধারা অব্যাহত রেখে কলেজটির শিক্ষার্থীরা সুনাম ধরে রেখেছেন এবার।
১৩ ফেব্রুয়ারি রোববার ফল প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় পুখুরিয়া মহিলা কলেজের ১৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে এ প্লাস (জিপিএ-৫.০০) পেয়েছে ২১ জন পরীক্ষার্থী। বিজ্ঞান বিভাগে ১৪ জন ও মানবিক বিভাগে ১৬০ জন পরীক্ষার্থী ছিলো।
বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন এ প্লাস (জিপিএ-৫) ও মানবিক বিভাগের ১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন পরীক্ষার্থী এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে।
শিবগঞ্জ উপজেলায় শতভাগ পাশের হারে প্রথম স্থানে রয়েছে পুখুরিয়া মহিলা কলেজ। ভবিষ্যতে কলেজটি আরও সরকারি সকল সুবিধা পেলে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সমাজের সূধী মহল মনে করছেন।
🇧🇩 মহি/কপোত, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad