চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩 ৫৯ বিজিবির নিয়মিত টহল দলের হাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেষ প্রান্তের সীমান্ত এলাকায় সোনামসজিদ বিওপির জওয়ানরা ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের
ইব্রাহিমের ছেলে এমদাদুল হক (২৬)।
জানাগেছে, ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সোনামসজিদ বিওপির নায়েক মো. ফারুক আহাম্মেদের নেতৃত্বে টহল দল পিরোজপুর গ্রাম থেকে এমদাদুল কে ৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় বিজিবি।
অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি মাদকসহ আসামি গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।আসামীর ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়াও বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযানও পরিচালনা করা হচ্ছে নিয়মিত বলেও নিশ্চিত করেন, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা পিএসসি।
🔳ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad