চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর হঠাৎপাড়া থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ শওকত ও রুহুল নামে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার লছমনপুরের মৃত গোলাম দস্তগীরের ছেলে শওকত আলী (২৮) ও ভবানীপুর হঠাৎপাড়ার মৃত তোজাম্মেলের ছেলে রুহুল আলী (৪০)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই আসগর আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৭ মার্চ সোমবার (রোববার দিবাগত রাত) ১ টার দিকে শিবগঞ্জের ভবানীপুর হটাৎপাড়ায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশী চালিয়ে আসামীর শয়ন কক্ষ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত ও রুহুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
৮০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
🔳ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad