চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জে ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
মানববন্ধন থেকে নিয়মিত বাজার তদারকির দাবিও জানানো হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে জাসদের সহযোগী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা জাতীয় যুবজোট কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে।
জেলা যবুজোটের সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন-জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা বাবলু, কেন্দ্রীয় জাসদ ছাত্রলীগের সহসভাপতি আব্দুল মজিদ, জেলা জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তসিকুল রেজা খান তনুসহ অন্যরা।
সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য অসাধু সিন্ডিকেটকে দায়ি করেন এবং সিন্ডিকেট ভেঙে চাল, ডাল, আটা, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জোর দাবি জানান। কর্মসূচিতে যুবজোট, জাসদ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad