চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান/চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার (১২ মার্চ) দুপুরে শহরের সন্ধ্যা কমিউনিটি হলে সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতপ ধান/চাউল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি এ্যাড. শামসুদ্দীন।
সাধারণ সভায় কন্ঠভোটে প্রয়াত মোজাম্মেল হোসেনের ছেলের হারুনুর রশিদকে এ সমিতির সভাপতি নির্বাচিত করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। সভায় তিনি সমিতির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। সভার শুরুতে সমিতির প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাহবুবুর রহমান।
সভায় সমিতির আয়-ব্যয়ের নিরীক্ষা রিপোর্ট তুলে ধরা হয় এবং সমিতির বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয় তুলে ধরেন সাধারণ ব্যবসায়ীরা। এসময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. মো. নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, সদস্য আলহাজ্ব মো. আব্দুল রাজ্জাক, মো. সারোয়ার হোসেন, ফারুক আহমেদ, মো. আশরাফুল হক, মো. রেজাউল করিম, আব্দুল মান্নান, মো. তাইজুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. ইব্রাহীম আলি (বাবলু), এম. এ. বাকি ও মো. রবিউল ইসলামসহ অনান্যরা।
🔳 আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad