চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় থেকে ওয়ারেন্টভূক্ত
১ জন পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামী হচ্ছে, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মিজানুর রহমান (২৫)।
জানাগেছে, ১৪ মার্চ সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাইলিং মোড় থেকে কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।
শিবগঞ্জ থানার প্রসেস নং-৬৬৬/২০২১, জি/আর-৮০২/১৭ (শিবঃ), অস্ত্র আইনের ১৯৭৮ এর ১৯-অ ধারা মোতাবেক ওয়ারেন্টভূক্ত আসামী ছিলেন মিজানুর রহমান।
র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল মিজানুর রহমান কে ধরতে। গ্রেপ্তারের পর আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
🔳 ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।