চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ১৪ মার্চ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে রাণীহাটি ইউনিয়নের চুনাখালি মহাজনপাড়া, গটিপাড়া খলিফাপাড়া গোরস্থানের পূর্ব দিকে রাস্তার উপর থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মেছের ও সেলিম নামে ২ যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবকরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের চুনাখালী ফকির পাড়ার জুলেখা বেগম ও মিজানুর রহমানের ছেলে মেছের আলি (২৬) ও চুনাখালী বাঘার পাড়ার মোছা. নুর বানু ও আব্দুর সবুরের ছেলে সেলিম ইসলাম (২৫)।
জানাগেছে, গোপন সংবাদ এর ভিত্তিতে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদক পাচার ও ব্যবসা করে আসছে বলে জানায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
🔳 ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad