চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ছোটহাদীনগর কামারটোলা গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে রমজান ও সাদিকুল নামে ২ জনকে ১১০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার ছোটটাপ্পু গ্রামের ফয়জন আলী মন্ডলের ছেলে সাদিকুল ইসলাম(৫৫) ও কামারটোলা গ্রামের কলিমুদ্দিনের ছেলে রমজান আলী (৪০)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সীমান্ত সংলগ্ন ছোটহাদীনগর কামারটোলা গ্রামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে।
এ সময় তল্লাশী চালিয়ে ঘরের মধ্য থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ১৫ মার্চ দিবাগত রাত ১ টার দিকে অভিযান টি চালানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ছাড়াও বিশেষ কায়দায় ফেনসিডিল পাচার করার কথাও স্বীকার করে।
ফেনসিডিলসহ ২ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
🔳 ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ।
© All rights reserved © 2021 Chapai Sangbad