চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে এনআরবিসি ব্যাংকের উপ-শাখায় চলছে কার্যক্রম। গত ১৪ মার্চ সোমবার বেলা ১২ টার সময় ভোলাহাট কলেজ মোড়ে এ উপ-শাখার উদ্বোধন করা হয়।
এনআরবিসি’র ভিপি ও আঞ্চলিক প্রধান নুরুল হাবিব মেরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২নং গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, ভোলাহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জামাল উদ্দিন, মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারি ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক ভোলাহাটে নতুন দিগন্তের সূচনা করলো। অন্যান্য উপজেলার ন্যায় ভোলাহাটেও এ ব্যাংকটি তার সুনাম অক্ষত রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad