ডি এম কপোত নবী, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল ফেনসিডিলসহ মামুন নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বহরম হঠাৎপাড়ার
রেহেনা বেগম ও লতিফের ছেলে মামুন (৩২)।
জানাগেছে, ২৯ মার্চ মঙ্গলবার সকাল ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ইউনিয়নের বহরম হঠাৎপাড়া গ্রামের মহসিন চেয়ারম্যানের আম বাগানে কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি চালায়।
এ সময় ২৮ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে মামুন কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad