ডি এম কপোত নবী, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ডের ঐতিহ্য বাহী ব্যবসা বাণিজ্যিক এলাকা পুরাতন বাজারে অবস্থিত তহা বাজার সমিতির নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
৩০ মার্চ বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য ও পৌর মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমান।
এ সময় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুল হক জুসুম, সাধারণ সম্পাদক মো. জলিলসহ তহা বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র মোহাম্মদ মোখলেসুর রহমানকে তহা বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এ সময় মেয়র মোখলেসুর রহমান তহা বাজার পরিচালনা কমিটির সাথে থেকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন এবং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad