পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে আগুনের সূত্রপাত বলে চাঁপাই সংবাদ কে নিশ্চিত করেছেন, কামাল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. ইকবাল আহমেদ।
তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আমার শো-রুমে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এসি ফ্যানসহ প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল পুড়ে ছায় হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফরিদ উদ্দিন জানান, কামাল ইলেকট্রনিক্সে অগ্নিকান্ডের ঘটনার খবর শুনে দ্রুত ঘটনাস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে কেউ হতাহত হয়নি। শো-রুমটি বন্ধ ছিল।
এদিকে আগুন লাগার পর শহরে একাংশ বিদ্যুৎ বিহীন হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়। আতঙ্কিত হয়ে উৎসুক জনতা ভিড় জমায় হুজরাপুরে। বন্ধ হয়ে যায় ঝিলিম রোড। নিরাপত্তায় সদর মডেল থানা পুলিশের একাধিক অফিসার কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
রাত ১২ টার মধ্যেই ঝিলিম রোড টিতে চলাচল শুরু হয়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কামাল ইলেকট্রনিক্স শো-রুমটিতে এসি, ফ্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ঠাসা ছিল। ২ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমানসহ ঘটনাস্থলে স্থানীয়রা সহযোগীতায় এগিয়ে আসেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad