ডি এম কপোত নবী, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আনোয়ার হোসেন নামে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, রাজশাহীর মোহনপুর থানার গোছা বাজার এলাকার মৃত আহমদ প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে ১৭ এপ্রিল রোববার বিকেলে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের মালিপাড়া দিঘীপাড়া গ্রাম থেকে আনোয়ারকে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, গত ১৫ এপ্রিল শুক্রবার একই উপজেলার গোবিন্দ পুর থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ সিরাজউদ্দীন নামে ১ ব্যক্তিকে গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশের একটি দল।