আতিকুল্লাহ আরিফ, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জে র্যাবের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অপরাধে রিপন নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে। এ সময় ১০০ বোতল চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা ২ নং ওয়ার্ডের বাঁভুরগঞ্জের
জোহরা বেগম ও নুর হোসেনের ছেলে রিপন (২৪)।
ই- মেইলে পাঠানো র্যাবের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭ টার দিকে গোপস্তাপুর উপজেলার রহনপুর হোমিও প্যাথি মেডিকেল কলেজের উত্তর দিকে খোয়ার মোড় আড্ডা বাজার গামী রাস্তার উপর বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
এ সময় বস্তায় রক্ষিত ১০০ বোতল চোলাই মদ উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad