চাঁপাই সংবাদ রিপোর্ট, শিবগঞ্জ 🟢
২০২১-২২ অর্থবছরে গ্রামীণ মাটির সড়ক সমূহ টেকসইকরণের লক্ষে এইচবিবিকরণ ২য় পর্যায়ে প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সাহপাড়া গ্রামের মনিরুলের বাড়ি হতে চিলাহিপাড়া খালেকের বাড়ি ও আজমতপুর মোড়লটোলা রশিদের বাড়ি হতে বাবুর বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটারের দীর্ঘ দুটি উন্নয়ন কাজ শুরু হয়েছে।
সোমবার বিকেলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৯৫ লাখ টাকা ব্যয়ে এই দুটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ শিবগঞ্জ শাখার সভাপতি আলহাজ্ব মো: আকবর হোসেন শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলীরাজ ও সম্পাদক রকি ইসলাম ডলারসহ অন্যরা।
© All rights reserved © 2021 Chapai Sangbad