চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ইউনিয়নের মৃত মোজাফফর হোসেন ও মৃত মালেকা বেগমের সন্তান, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, শাহনেয়ামতুল্লাহ কলেজের সাবেক অধ্যাপক, শিবগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যাপক, বিশিষ্ট অধ্যাপক সিরাজুল ইসলাম হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
২৯ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন অধ্যাপক সিরাজুল ইসলাম।
মো. সাইফুল ইসলাম তনু ও অধ্যাপক মাঝহারুল ইসলাম তরুর পিতা ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামাজ আজ ৩০ এপ্রিল শনিবার নিমতলা ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাযা বারঘরিয়ায় দুপুর সাড়ে ১২ টার সময় অনুষ্ঠিত হবে।