চাঁপাই সংবাদ রিপোর্ট 🟢
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ও বিজিবির পৃথক ৩ টি মাদকবিরোী অভিযানে ১৫৬ বোতল ফেনসিডিল, ৩৩০ গ্রাম হেরোইন, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঢোরবনা এলাকার ফদন নেছা ও মৃত ফুটু মন্ডলের ছেলে রুহুল আমিন (৪৯) ও একই উপজেলার দৌলতপুর মহাজন পাড়ার নাহিদা আক্তার ও মাসুদ রানা ওরফে ইয়াসিনের ছেলে শাহরিয়ার নাজিম জয় (২২)।
প্রেস-বিজ্ঞপ্তি থেকে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৩০ এপ্রিল শনিবার বিকেল পৌণে ৫ টার দিকে ৫ নং মহারাজপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসার্স নাহালা ফিলিং স্টেশন এর পূর্ব পাশের আম গাছের নীচ কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।
অভিযানে ৩৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে রুহুলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায়
সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, ৩০ এপ্রিল শনিবার রাত ৯ টার দিকে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির নায়েক মো. আব্দুল বারিকের নেতৃত্বে একটি টহল দল শিয়ালমারা পুরাতন কবর স্থানের পাশে মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার ফেনসিডিলের মূল্য ৪৮ হাজার টাকা।
এ ব্যাপারে অধিনায়ক লে.কর্ণেল মো.আমীর হোসেন মোল্লা পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
অপর অভিযানে, ৩০ এপ্রিল শনিবার রাত ১০ টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লালাপাড়া গ্রামের মনসুরের আম বাগানে কোম্পানী অধিনায়ক লে.কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৩৩০ গ্রাম হেরোইন, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
🔳 কপোত নবী, ২০২২।
© All rights reserved © 2021 Chapai Sangbad