চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের নিয়ে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (০১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই র্যালী শুরু হয়। পরে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় র্যালী শেষ হয়।

বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’।