চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নে রক্তের বন্ধনে দেবীনগর স্বেচ্ছাসেবী সংগঠনের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। পয়হেলা মে রোববার রক্তের বন্ধনে দেবীনগর স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে দেবীনগর হাই স্কুল মাঠ এ ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রক্তের বন্ধনে দেবীনগর স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা ব্যাংকার মোঃ নাসির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবীনগর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ,অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মোঃ কশিমুদ্দীন,দেবীনগর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জাব্বার।

আল মাদ্রাসাতুস সালাফিয়ার প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষক সাজেমান, নৌইমুদ্দীন শওকাত আলী ভাই, রুহুল আমিন ভাই, আব্দুল্লাহিল বাকী, মামুনুর রশিদ,উপদেষ্টা মাইনুল ইসলাম,স্বেচ্ছাসেবী সংগঠনের সক্রিয় সদস্য হাসবর সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্যবাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
🟢জমশেদ আলী/২০২২।