চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষীয় ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০০ সালের ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

১ মে রোববার বিকেলে পৌর এলাকার ২ নং ওয়ার্ডের হরিমোহন স্কুল মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে ২০০০ ব্যাচের বন্ধুরা ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশ নেন।
বহুদিন পর হাইস্কুলে একত্রিত হতে পেরে আবেগে আপ্লূত হয়ে পড়েন অনেকে। প্রিয় স্কুলের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন। ২০০০ সালে হরিমোহন স্কুলে ক ও খ শাখা মিলে প্রায় ৯০ জন শিক্ষার্থী ছিলো।

ইফতার মাহফিলের এই মিলন মেলায় উপস্থিত ছিলেন, ২০০০ ব্যাচের মানবিক বিভাগের দ্বিতীয় স্থান অধিকারী চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্র লীগের সাবেক সফল সভাপতি এএইচএম ফায়জার রহমান কনক, ২০০০ ব্যাচের মানবিক বিভাগের প্রথম স্থান অধিকারী কপোত নবী, পলাশ, আরিফ, মামুন, হাদি, সিপলু, সুমন, প্রভা, শিশিরসহ ৬০-৭০ জন ২০০০ ব্যাচের সদস্যগণ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলার দায়িত্ব প্রাপ্ত
নেতা ইফতেখার মাহমুদ সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল গণি (জোহা), মৎস্যজীবী লীগ নেতা মিনার আহমেদ, মানিক, পলাশসহ অনেকে।
🟢 ডি এম কপোত নবী /২০২২।