চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ভোলাহাটবাসীসহ সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান।
তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। দির্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বারতা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত দুই বছর ভিন্ন আঙ্গিকে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে। তবে এ বছর কিছুটা স্বস্তিতে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।
🟢 কপোত নবী /২০২২।
© All rights reserved © 2021 Chapai Sangbad