চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় “ক” সার্কেলের একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চোলাই মদ ও ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত ডিএনসির উপ-পরিচালক আনিছুর রহমান খান পৃথক দুটি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,(ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় “ক” সার্কেলের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার তেলকুপি ও কানসাট মিলিক এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল ফেনসিডিল ও ৬৪ বোতল চোলাই মদসহ সেলিম ও রমেস নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত বর্তী এলাকা তেলকুপি গ্রামের কুদ্দুস আলীর ছেলে সেলিম রেজা (৪১) ও একই উপজেলার কানসাট মিলিক এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে রমেস (৬৪)।
অভিযানে নগদ ১৮ হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের রমরমা ব্যবসা পরিচালনা করে আসছিল বলে স্বীকার করে।
এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।