চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের পর র্যাব ও ৫৯ বিজিবি’র অভিযানে ৩৭ বোতল বিদেশী মদ, ২ হাজার ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেপ্তার ও মালিকবিহীন অবস্থায় ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩ জন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর বাবলাবোনা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রবিউল ইসলাম বাচ্চু (৩৫) ও মো. সেরাজুল ইসলামের ছেলে মো. মিলন (২৮) ও একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকার মৃত কালু মন্ডলের ছেলে মো. সইবুর আলী (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ মে রোববার রাত ১০ টার দিকে শিবগঞ্জ উপজেলার তর্ত্ত্বিপুর হাট এলাকা থেকে ২ হাজার ১৭৫ পিচ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
আরেক অভিযানে ৯ এপ্রিল রাত দেড়টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ সুজাপুর গ্রামের সইবুর আলীর বসত বাড়ীর পিছনে হলুদ ক্ষেতে তল্লাশী চালিয়ে ৩৭ বোতল বিদেশী মদসহ সইবুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযান দুটির নেতৃত্ব দেন, কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে ৫৯ বিজিবি’র চকপাড়া সীমান্তে ৯ মে আনুমানিক রাত ২ টার দিকে ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৮-৯ জন চোরাকারবারীকে দেখতে পায়।
এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ৩টি বস্তা ফেলে দৌঁড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল তল্লাশী করে ফেলে যাওয়া বস্তা হতে মালিকবিহীন ৪৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধার হওয়া ফেনসিডিলের মূল্য-১ লাখ ৯৩ হাজার ২০০ টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।