আতিকুল্লাহ আরিফ, স্টাফ রিপোর্টার :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মন্ডলপাড়া (গাড়াপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি দল ১৮ মে বুধবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা আজমতপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি। এ সময় ১ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মন্ডলপাড়া (গাড়াপাড়া) গ্রামের আশাবুদ্দিন @ কালুর ছেলে টুটুল হোসেন (৩৩)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর দিক-নির্দেশনায় এসআই আসগর আলীর নেতৃত্বে এসআই আরিফসহ ডিবির সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad