চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
মহামারী করোনার কারণে অস্থায়ী ভাবে বন্ধকৃত লোকাল ট্রেনগুলো চালুর জোর দাবী উঠেছে। বন্ধ ট্রেনগুলো হচ্ছে-৫৬৩ আপ ঈশ্বরদী হতে রহনপুর, ৫৬৪ ডাউন রহনপুর হতে ঈশ্বরদী, ৫৬৫ আপ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ, ৫৬৬ ডাউন চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী, ৫৮২ ডাউন রহনপুর হতে চাঁপাইনবাবগঞ্জ, ৫৮৩ ডাউন চাঁপাইনবাবগঞ্জ হতে রহনপুর পর্যন্ত।
এ ছাড়াও বন্ধ থাকা আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে-সাটল-১ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ, সাটল-২ চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী, সাটল-৩ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জ এবং সাটল-৪ চাঁপাইনবাবগঞ্জ হতে রাজশাহী পর্যন্ত।
বন্ধ থাকা সাধারণ ও আন্তঃনগর ট্রেনগুলো দ্রুত চালুর জোর দাবীতে গত শুক্রবার দুপুরে আমনুরা রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী অঞ্চল জেনালের ম্যানেজার (পশ্চিম) অসীম কুমার তালুকদারের কাছে আবেদন ও স্মারক লিপি হস্তান্তর করেছেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম (তসি)।
রেল কর্মকর্তার সাথে বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়েও মতবিনিময় করেন উপজেলা চেয়ারম্যান।
মতবিনিময়কালে রাজশাহী অঞ্চল জেনালের ম্যানেজার সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এ সময় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা জংশন শুল্ক স্টেশন রেলপথ দ্রুত চালু ও বন্ধকৃত লোকাল ট্রেনগুলো চালু হলে সাধারণ মানুষ এ সমস্যা থেকে রেহাই পাবে।
© All rights reserved © 2021 Chapai Sangbad