আমানুল্লাহ আমান, চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
বিশিষ্ট সাংবাদিক, গীতিকার, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরী স্মরণে রাজশাহীতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) বিকেল ৪টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রাজশাহী প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ যৌথভাবে এ শোক সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠন দুটির সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাবর আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহঃ সভাপতি সালাউদ্দিন মিন্টু, প্রচার সম্পাদক সাংবাদিক আমানুল্লাহ আমান প্রমুখ।
এ সময় জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সিনিয়র সদস্য শরিফ উদ্দিন, সদস্য আরিফুল হক, সাগর নোমানি, রাতুল সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শোক সভায় বক্তারা বলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ কালজয়ী এ গানের স্রষ্টা আব্দুল গাফফার চৌধুরীর মৃত্যুতে আমরা খুবই ব্যথিত হয়েছি। চিরবিদায় নিলেও তার লেখনি আজীবন স্মরণ রাখবে জাতি।
লেখালেখির মাধ্যমে দেশের রাজনীতিবিদদের বোধদয় জাগ্রত করেছিলেন আব্দুল গাফফার চৌধুরী। বর্ষীয়ান এ লেখকের জীবনী তরুণদের মাঝে ছড়িয়ে দেয়া উচিত। সভা শুরুর আগে আব্দুল গাফফার চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad