সিনিয়র সাংবাদিক আহসান হাবিব 🔳
সাংসদ হারুন অর রশিদ, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল,শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সচিব জিল্লার রহমান,লেখক ও গবেষক জাহাঙ্গীর সেলিম , এ্যাডভকেট হাসিব ভাই,প্রয়াসের হাসিব ভাই,জেলা চেম্বার, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম,ক্রিড়া সংস্থা,বার সমিতি ,জেলার সকল মিডিয়া সহকর্মী,কৃষি ও আম উদৌক্তাসহ সর্বস্তরের মানুষদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
এগিয়ে এসেছিলেন চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই হিসেবে স্বীকৃতির জন্য ব্যাপক ভ‚মিকা রাখার জন্য। সর্ব প্রথম গত বছর ১ নভেম্বর আমার নেতৃত্বে ম্যাংগো ফাউন্ডেশনের ব্যানারে দাবী আদায়ে মানব বন্ধন করা এবং অনেকেই একাত্বতা ঘোষনা ও মিডিয়াতে ব্যাপক প্রচার ও প্রকাশ এবং এরপর ৪ নভেম্বর জেলা সদরে ম্যাংগো ফাউন্ডেশন,চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যানারে মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়।
এরপর তথ্য সংগ্রহে ময়মনসিংহ সফর ও সবার সিদ্ধান্তে চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের প্যাডে আপত্তি দাখিল এবং ফি জমা দেযা হয়। এরপর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের পক্ষে-বিপক্ষের কাছে চিঠি দেয় পেটেন্ট ডিজাইন এন্ড ট্রেডমার্ক অধিদপ্তর। শুনানী দিন ধার্য হয় ২৪ মে। আমাদের সবার পক্ষ থেকে মিটিং করে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত হয় । ২৪ মে শুনানী শেষে বিকেলে সংক্ষিপ্ত রায় ঘোষনা করেন কর্তৃপক্ষ ।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় কর্তৃপক্ষের প্রতি।
তবে রাজশাহীকেও আগের অবস্থানে রেখে দেয়ায় ১৬ আনা আশা কেন জানি মনে হচ্ছে পূরণ হলোনা।
এলাকা ও নায্যতার জন্য কাজ করতে গিয়ে যতটা দরকার ছিল , হয়তো ততটা পারিনি। ব্যার্থতার দায়ভার আমার , সফলতার দায়ভার সবার ।
জিআই পন্য হল GI – Geographical Indicator বা ভৌগোলিক নির্দেশক।
WIPO – World Intellectual Property Organization এই পন্যের স্বীকৃতি দিয়ে থাকে। বাংলাদেশের শীল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট ডিজাইন ও টেডমার্ক অধিদপ্তর WIPO এর হয়ে কাজ করে।
© All rights reserved © 2021 Chapai Sangbad