আতিকুল্লাহ আরিফ চাঁপাই সংবাদ ডেস্ক 🔳
চাঁপাইনবাবগঞ্জে বিশেষ গোয়েন্দা সংস্থা ও ৫৯ বিজিবির আজমতপুর ক্যাম্পের যৌথ অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জাল রুপি উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে কেউ গ্রেপ্তার হয় নি।
জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামে অভিযানটি চালানো হয়।
জানাগেছে, অভিযানে চোরাকারবারী রজিবুল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পলাতক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের তৈয়ব আলী তেনুর ছেলে রজিবুল (২৮)।
পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় জাল রুপি ও একটি ভারতীয় সিম উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad