চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
প্রেম করে বিয়ে অতঃপর কলহ সবশেষে লাশ হলেন চাঁপাইনবাবগঞ্জের সমিজা খাতুন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হযরত আলীর মেয়ে সমিজা খাতুন (১৮)।
জানাগেছে, প্রায় ৫ মাস পূর্বে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাখের আলী বিজিবি ক্যাম্পের পাশের এলাকার অটো মেকানিক আশিক (২৫) এর সাথে বিয়ে করে সমিজা। এরপর শুরু হয় পারিবারিক কলহ। পরে ৬ জুন স্থানীয় ভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাদের।
যা মেনে নিতে পারেনি সমিজা। বিবাহ বিচ্ছেদের দিনই সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সবার অগোচরে নিজ ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়ার চেষ্টাকালে অসুস্থ্য হয় সমিজা।
তাৎক্ষনিক পরিবারের লোকজন চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার সমিজাকে রাত ১১ টার সময় মৃত ঘোষণা করেন।
ওসি মোজাফফর হোসেন অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ীর এসআই আব্দুস সালাম জানান, ময়নাতদন্ত শেষে মৃত সমিজার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ৭ জুন মঙ্গলবার সদর মডেল থানায় একটি অপমৃত মামলা রুজু করা হয়।
© All rights reserved © 2021 Chapai Sangbad