একেএস রোকন, সিনিয়র রিপোর্টার, চাঁপাই সংবাদ 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টয়লেটে পড়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা উঠাতে গিয়ে মৃত্যু হয়ছে এক যুবকের।
শুক্রবার(১০ জুন) সকালে উপজেলার চকর্কীতি ইউনয়িনরে ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবক কামরুল হক (৩৬) উপজলোর চকর্কীতি ইউনিয়ন এর ৬ নম্বর ওর্য়াডের লহালামারী গ্রামের আবুল হোসনেরে ছেলে।

প্যারাগন
চকর্কীতি ইউনিয়নের ৬ নম্বর ওর্য়াড সদস্য শামীম রেজার উদৃতি দিয়ে চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান,, সকালে কামরুল হক তার নিজের কাঁচা টয়লটেে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন।
এসময় তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি টয়লটেে পড়ে যায়।মোবাইল ফোনের কভারের সাথে কিছু টাকাও রাখা থাকায় টাকা ও ফোনটি দ্রুত উদ্ধার করতে গিয়ে টয়লেটের মধে্য পড়ে যান। এসময় অক্সিজেনের অভাবে দম বন্ধ হয়ে সঙ্গে সঙ্গে মারা যান তিনি। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে. এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ টয়লেটে একজন পড়ে মারা যাবার বিষয়টি নিশ্চিত করলেও এর কারণ তিনি ব্যাখ্যা করতে পারেননি।
