চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর আবু তালেব হোসেন ইন্তেকাল করেছেন।
(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
১৩ জুন ভোর ৪ টায় রাজশাহী উপশহরস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি।
রাজশাহী কলেজসহ বিভিন্ন কলেজে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে তিনি অধ্যাপনা করেছেন। ভদ্র, মার্জিত, শিক্ষার্থী প্রিয় আদর্শ শিক্ষকের প্রতিভূ হিসেবে আবু তালেব হাজার হাজার ছাত্র/ছাত্রীর শিক্ষক ছিলেন।
আজ বাদ আসর মরহুমের নামাজে জানাজা রাজশাহী শহরের উপশহরস্থ কড়াইতলা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর হেতমখাঁ গোরস্থানে মরদেহ দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন মহল।
© All rights reserved © 2021 Chapai Sangbad