চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
চাঁপাইনবাবগঞ্জের সেন্টু বিশ্বাস নামে এক রাজমিস্ত্রী বন্যায় তলিয়ে যাওয়া সিলেটের সুনামগঞ্জ র্যাব ক্যাম্পের সামনে থেকে নিখোঁজ হয়েছে।
তাঁর একমাত্র কন্যা আশা জানান, গত ৩ দিন আগে তাদের সাথে যোগাযোগ করেন তাঁর পিতা। এ সময় তিনি জানান, তাদের বাড়ির নিচতলায় বন্যার পানি ঢুকে পড়েছে। এরপর আর যোগাযোগ নেই। বর্তমানে সেন্টুর মোবাইল ফোনে সংযোগ পাওয়া যাচ্ছে না।
পিতাকে উদ্ধারের জন্য চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খানের সহায়তা কামনা করেছন আশা।
কেউ কোন খোঁজ পেলে সেন্টু বিশ্বাসের কন্যা আশা খাতুন ০১৭১৫-২৩৩-৫০৮ কে অথবা চাঁপাই সংবাদ কার্যালয়ে জানাবার অনুরোধ রইলো।
নিখোঁজ ব্যক্তি হচ্ছে –
মো. সেন্টু বিশ্বাস
পিতা-মো. তাইনুষ বিশ্বাস
চাঁদলাই মোন্নাপাড়া, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল – ০১৭২০-৪৪৪-৯৩৯।
পেশা – রাজমিস্ত্রী।
প্যারাগন
© All rights reserved © 2021 Chapai Sangbad