চাঁপাই সংবাদ রিপোর্ট 🔳
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ঢাবির ভিসির সাথে কথা বলে ফুল ও মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করতে যাবার সময় প্রবেশ মুখে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় শিকার হয়ে আহত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনেক ছাত্রদলের নেতৃবৃন্দ।
এরই প্রতিবাদে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নে প্রায় ৩০০ জন বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ জমায়েত হয়ে বিক্ষোভ করে।
পরে বিক্ষোভ মিছিলটি বারঘরিয়া বাজার থেকে টিটিসি হয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে দিয়ে বারঘরিয়ায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু চত্বরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যের কাছে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা ও সদস্য সচিব সাদ্দাম হোসেন বক্তব্য দেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad