চাঁপাই সংবাদ রিপোর্ট 🇧🇩
ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল হয়েছে।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় রোববার সকালে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপত্বিতে স্বাগত বক্তব্য দেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মো. মাহমুদার রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. ইমরান হোসাইন, কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুখতার আলী ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম।

অনুষ্ঠানে সুরেলা কন্ঠে আজান পরিবেশন করে শিশু আবদুল্লাহ আল আদনান। আলোচনা শেষে বাংলা তরজমাসহ কেরাত এবং হামদ ও নাথ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অন্যদিকে ধর্মীয় গাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে শোভাযাত্রা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করে বিভিন্ন সংগঠন।
