ডি এম কপোত নবী 🔘
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ২ জন ধর্ষক কে গ্রেপ্তার করা হয়েছে।
কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৯ ফেব্রুয়ারী মধ্যরাত সাড়ে ৩ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়া ষ্ট্যান্ড মেসার্স নাহালা পেট্রোল পাম্পের পূর্ব পাশে অভিযানটি চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ধুমিহায়াতপুরের আব্দুল লতিফের ছেলে তৌহিদুল ইসলাম (২০) ও একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে মিলন আলী (১৯)।
জানাগেছে, কৌশলে মাশরুফা এবং তার স্বামীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভিকটিমের মোবাইল থেকে সংগ্রহ করে আসামিরা। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিতে থাকে এবং টাকা দাবি করতে থাকে।
এরই ধারাবাহিকতায় এক পর্যায়ে আসামিরা ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। মাশরুফার স্বামী বিদেশে থাকায় বাড়িতে একা পেয়ে ধর্ষণও করে তৌহিদুল ও মিলন। পরবর্তীতে ধর্ষিতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad