চাঁপাইনবাবগঞ্জে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াতের শীর্ষ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ।
একটি বিশেষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে, গোয়েন্দা সংস্থা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের চৌকস টিম, যৌথ অভিযানটি পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলাধীন বেতবাড়িয়া নামক স্থানে জাবালুন নুর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী কনভেনশন নামক অনুষ্ঠানের আড়ালে জামায়ত- শিবিরের কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক পরিচালনা করছিল।
গোপন বৈঠকের মজলিস থেকেই ২৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১০ টি জিহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, জেলা জামায়তের সাবেক বাইতুল মাল সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,নাচোল পৌর জামায়াতের দায়িত্ব প্রাপ্ত আমীর মোঃ ইসাহাক আলী,গোমস্তাপুর উপজেলা জামায়াতের রোকন মোঃ ইমামুল হুদা, ভোলাহাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আনারুল হক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের সহ- সেক্রেটারী মোঃ আব্দুস ছালাম, নাচোল উপজেলা জামায়তের সহ- সেক্রেটারী মোঃ খলিল, বালিয়াডাঙ্গা ইউনিয়ন জামায়তের সেক্রেটারী মোঃ হাবিবুল্লাহ, শ্যামপুর ইউনিয়ন জামায়তের সেক্রেটারী মোঃ সাদেক আলী, জেলা জামায়তের সাবেক সদস্য মোঃ দুরুল হুদা, শিবির জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি মোঃ শামীম আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার শিবির কর্মী মোঃ মারুফ, বোয়ালিয়া ইউনিয়ন শিবির কর্মী মোঃ রবিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা জামায়াত সদস্য মোঃ সোহেল রানা, শিবির জেলা শাখার সদস্য মোঃ মাহমুদুল তুষার, মহারাজপুর ইউনিয়ন জামায়তের দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রশীদ, ঝিলিম ইউনিয়ন জামায়তের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী মোঃ সেতাউর রহমান, জামায়াতের সক্রিয় কর্মী মোঃ সাইফুল ইসলাম, সক্রিয় শিবির কর্মী ও সাইমুম শিল্পগোষ্ঠীর সদস্য মোঃ আবু মুসা, মোঃ রুবেল হোসেন, মোঃ আবু রায়হান, সামসুল আলম, মোঃ শামীম হাসান, মোঃ জাহিদ হাসান জোহা, মোঃ আরিফুল ইসলাম।
সদর মডেল থানার অফিসার-ইনচার্জ (ওসি) কে এম আলমগীর জাহান জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad