ডি এম কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল, একটি মিনি ট্রাকসহ ৩ জন কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ৩ জন হচ্ছে, বগুড়া জেলার নিশিন্দ্রা মন্ডল পাড়ার মৃত গিনি বেগম ও মৃত আবুল কাশেমের ছেলে জনি মোল্লা (৩২), শিল্পি বেগম ও নাজিমুদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৪) ও একই জেলার শাকিলা বেগম ও মৃত আব্দুল কাদেরের ছেলে সালমান রেজা (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ১৮ ফেব্রুয়ারি রাত ১০ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কানসাট গোপালনগর মোড়ের আমিন উল্লাহ মার্কেটের কাছে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
র্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ১টি মিনি ট্রাক ও ৪০০ বোতল ফেনসিডিলসহ জনি, শাকিল ও রেজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারীসহ মাদকসেবীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad