চাঁপাই সংবাদ ডেস্ক রিপোর্ট :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ঢাকা কোচের চাকায় পিষ্ট হয়ে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী আরোহী ২ জন আহত হয়।
শুক্রবার দুপুর ১ টার দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের রেলগেট কশাইপাড়া এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী হলেন তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের সাবের আলীর ছেলে সাদেকুল ইসলাম (৩৫) । আহতরা হলেন একই উপজেলার মৃত তমির উদ্দিনের ছেলে রাজ্জাক আলী(৪০) ও লুৎফর রহমান এর ছেলে মোঃ রায়হান আলী (৩৫)।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে গোদাগাড়ীগামী একটি মোটরসাইকেল অপর দিক থেকে আসা ঢাকাগামী একটি ঢাকা কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন আহত হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
© All rights reserved © 2021 Chapai Sangbad