আতিকুল্লাহ স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বসত বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাটাইডুবি এলাকার মৃত ইমরান আলীর ছেলে ইসরাইল আলী ওরফে ছবি।
জানা যায়, স্পোক ব্যাটারি চালিত ভ্যান চার্জারের মধ্যে সকেট ঢুকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মাহ্ফুজ চৌধুরী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
© All rights reserved © 2021 Chapai Sangbad