আতিকুল্লাহ স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শান্তিমোড়স্থ ইউএসবি কুরিয়ার সার্ভিস ও জেলার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানাধীন শান্তি মোড়ে অবস্থিত ইউএসবি কুরিয়ার সার্ভিসে অভিযান পরিচালনা করে ২৭ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। জানা যায়, ইউএসবি কুরিয়ারের মাধ্যমে হবিগঞ্জ থেকে বিশেষ কায়দায় গাঁজার চালানটি, কুরিয়ারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে আসে।
অপরদিকে শিবগঞ্জ উপজেলা তেলকুপি এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ বোতল ফেনসিডিল ও কানসাট ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী শিলিপ খাতুন কে ৩২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
আটককৃত ব্যক্তিদ্বয় আয়নাল হকের ছেলে সাদ্দাম হোসেন, রফিকুল ইসলামের ছেলে আলিম, মাইনুর রহমানের ছেলে আশরাফুল ইসলাম ও মোসাঃ শিলিপ খাতুন।
মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল।
জেলা ডিএনসি কার্যালয়ের ইন্সপেক্টর মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক জান্নাতুন নাঈম আল ফেরদৌস, মামুনুর রশীদ, সিপাই মোঃ আরিফুল ইসলাম, মাহাতাব উদ্দীন, আবুল বাশার গাড়ী চালক আলমসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।
উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন উপ-পরিচালক আনিছুর রহমান খান।
© All rights reserved © 2021 Chapai Sangbad